আবার এলো প্রথম আলো ই পেপার ।
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে প্রথম আলোর ই-পেপার। প্রাথমিকভাবে ছয়টি সংস্করণ (নগর, চট্টগ্রাম, দক্ষিণ, উত্তর, সিলেট ও ময়মনসিংহ) নিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রথম আলো ই-পেপার।
নতুনভাবে চালু হওয়া এই ই-পেপার পড়তে হলে অনলাইনে পাঠকদের সাবস্ক্রাইব বা নিবন্ধন করতে হবে। প্রথম আলো ই পেপারের গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে -
পাঠকেরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) , ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা অর্থ পরিশোধ করতে পারবেন। নতুনভাবে চালু হওয়া এই ই-পেপারে ভবিষ্যতে আরও কিছু সুযোগ-সুবিধা সংযোজন করা হবে।
পাঠকেরা ই-পেপারসংক্রান্ত যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন, ই-মেইল: epaper@prothom-alo.info এবং ফোন: +৮৮০১৭০৮৪১১৯৯৭ নম্বরে।
নতুনভাবে চালু হওয়া এই ই-পেপার পড়তে হলে অনলাইনে পাঠকদের সাবস্ক্রাইব বা নিবন্ধন করতে হবে। প্রথম আলো ই পেপারের গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে -
- ১ মাসের জন্য দেশে ৫০ টাকা (বিদেশে ১ মার্কিন ডলার),
- ৬ মাসের জন্য দেশে ২৫০ টাকা (বিদেশে ৫ মার্কিন ডলার) এবং
- ১ বছরের জন্য দেশে ৪০০ টাকা (বিদেশে ৮ মার্কিন ডলার)।
পাঠকেরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) , ভিসা কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট বা অর্থ পরিশোধ করতে পারবেন। নতুনভাবে চালু হওয়া এই ই-পেপারে ভবিষ্যতে আরও কিছু সুযোগ-সুবিধা সংযোজন করা হবে।
পাঠকেরা ই-পেপারসংক্রান্ত যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন, ই-মেইল: epaper@prothom-alo.info এবং ফোন: +৮৮০১৭০৮৪১১৯৯৭ নম্বরে।
Post a Comment