প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ




বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৪ সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত এই রেজাল্টে ৬১টি জেলা থেকে ৯ হাজার ৭৬৭ জন নির্বাচিত হয়েছেন।

বেশ দীর্ঘদিন যাবত স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন।

গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলের বিস্তারিত দেখুন এই লিংকে 

No comments

Powered by Blogger.