বাংলা ভাষায় পৃথিবীর এক নম্বর ওয়েবসাইট এখন প্রথম আলো

বাংলাদেশের সব দৈনিক পত্রিকার মধ্যে প্রথম আলোর পাঠকসংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন প্রথম আলো ছাপা পত্রিকা পাঠ করেন প্রায় ৬৬ লাখ পাঠক। বহুজাতিক গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান কান্তার এমআরবি পরিচালিত ন্যাশনাল মিডিয়া সার্ভে (এনএমএস বা জাতীয় প্রচারমাধ্যম জরিপ) ২০১৮–তে এই তথ্য উঠে এসেছে।

বিভিন্ন প্রচারমাধ্যমের পাঠকসংখ্যা, প্রভাব ও বিস্তৃতি ইত্যাদি নিয়ে ১৯৯৭ সাল থেকে প্রতি দুই বছর পর কান্তার এমআরবি এই জরিপ পরিচালনা করে আসছে। এটি বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়া এজেন্সি নেটওয়ার্ক ডব্লিউপিপির একটি অঙ্গপ্রতিষ্ঠান।

দেশে ১৫ বছর বয়সী ও তদূর্ধ্ব মানুষের সংখ্যা মোট ১১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার। এই জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে ১৬ হাজার ১৮৩ জন জরিপে সরাসরি অংশ নেন। পত্রিকা ছাড়াও টেলিভিশন, ইন্টারনেট, রেডিও ও বিলবোর্ডের বিস্তৃতি জরিপে অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি মোবাইল ফোনে আর্থিক লেনদেন সেবা, মোবাইল ফোন ব্যবহারসহ নানাবিধ পণ্য ও সেবার গ্রাহক বিশ্লেষণী তথ্য এই জরিপের মাধ্যমে উঠে এসেছে।

এনএমএস–২০১৮ অনুযায়ী সারা দেশে ১৫ বছর বয়সী ও তদূর্ধ্ব মানুষের মধ্যে শতকরা ২৩ দশমিক ৭ ভাগ নিয়মিত পত্রিকা পড়ে থাকেন। সারা দেশে উল্লেখ করার মতো ১৮০টি পত্রিকা ও ২০০টি ম্যাগাজিন রয়েছে। ২০১৬ সালের এনএমএস অনুযায়ী রোজ প্রথম আলোর পাঠক ছিল প্রায় ৫৩ লাখ। ২০১৮ সালে প্রথম আলোর পাঠক ১৩ লাখ বেড়ে হয়েছে প্রায় ৬৬ লাখ। উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর প্রকাশনার ২০ বছর পূর্তি করতে যাচ্ছে দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলো।

গুগল অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়েন আরও প্রায় ১০ লাখ পাঠক। প্রথম আলো অনলাইন সব বাংলাদেশি ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অ্যালেক্সার তথ্য অনুযায়ী, বাংলা ভাষায় পৃথিবীর এক নম্বর ওয়েবসাইট প্রথম আলো। বিশ্বের ২০০ টির বেশি দেশ ও অঞ্চল থেকে পাঠকেরা অনলাইনে প্রথম আলো পড়েন। এ ছাড়া ফেসবুকে প্রথম আলোর পেজে ১ কোটি ৩৯ লাখের বেশি অনুসারী রয়েছে। অনুসারীর সংখ্যার বিচারে প্রথম আলো বিশ্বের সব গণমাধ্যমের মধ্যে ৭৩ তম অবস্থানে রয়েছে।

ছাপা পত্রিকায় ৬৬ লাখ ও অনলাইনে ১০ লাখ মিলিয়ে প্রতিদিন প্রথম আলো পড়ছেন মোট ৭৬ লাখ পাঠক। দুই মাধ্যমে মোট ও আলাদাভাবে প্রথম আলোর পাঠকসংখ্যা বাংলাদেশের সব পত্রিকা ও ওয়েবসাইটের মধ্যে শীর্ষে।

No comments

Powered by Blogger.