শরিকদের সাথে আসন ভাগাভাগিতে এখনই হাত দিতে চায় না বিএনপি



জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগিতে এখনই হাত দিতে চায় না বিএনপি। কারণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না–যাওয়ার বিষয়ে দলটি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে দলের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, নির্বাচনে যাওয়া ঠিক হলে তফসিল ঘোষণার পরপরই নিজ দলের মনোনয়ন ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা হবে।

দলীয় সূত্রমতে, নির্বাচন ঘনিয়ে আসায় আসন সমঝোতার জন্য বিএনপির নীতিনির্ধারকদের ওপর শরিক কোনো কোনো দলের চাপ আছে। কিন্তু বিএনপি এখনই এ বিষয়ে আলোচনা শুরু করতে চাচ্ছে না। বিএনপি এ মুহূর্তে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ, ন্যূনতম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করে ভোটে গেলে তার ফল কী হবে, তা দলের নীতিনির্ধারকদের কাছে মোটামুটি পরিষ্কার। এই অবস্থায় আগেভাগেই শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি বা মনোনয়ন চূড়ান্ত করার অর্থ দাঁড়াবে, বিএনপি নির্বাচনে যাচ্ছে। তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করা সম্ভব হবে না।

এছাড়া বিএনপির আসন ভাগাভাগির ক্ষেত্রে একটু সময় নেওয়ার পেছনে রাজনৈতিক কৌশলও আছে বলে জানা গেছে। সেটা হচ্ছে, বিএনপির মনোনয়ন দেখে যাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা কৌশল নিতে না পারে।

No comments

Powered by Blogger.