বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ 2018

bd-vs-zimbabwe-cricket

জিম্বাবুয়ে ক্রিকেট দল কি বাংলাদেশের জন্য কোন বড় চ্যালেঞ্জ ? ব্যাপারটা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিতর্ক হতেই পারে। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন আসল কথাটিই, ‘প্রতি ম্যাচের মতো জিম্বাবুয়েও চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। কারণ, এই ম্যাচটা জিতলে সবাই বলবে এটাই তো স্বাভাবিক, তবে হারলে পুরো গল্পটাই অন্যরকম হয়ে যাবে।’

ওয়ানডে অধিনায়ক মাশরাফি ঠিকই বলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা এ কারণেই একটু অন্যরকম। এই সিরিজে বাংলাদেশ জিতলে কেউ আলাদা করে খেলোয়াড়দের প্রশংসা করবেন না। সবাই বলবেন জিম্বাবুয়ের সঙ্গে জেতাটাই তো স্বাভাবিক, কিন্তু কোনো কারণে দল হারলে সমালোচনায় বিদ্ধ হবেন ক্রিকেটাররা।

সুতরাং কোনো ঝুঁকি নিতে নারাজ অধিনায়ক মাশরাফি। তাই জিম্বাবুয়েকে হালকা করে দেখার লাইনের হাঁটতে চান না তিনি। সবার প্রত্যাশা যেটা যে আমরা জিতব, সেটা খুবই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয় অন্যান্য দলের বিপক্ষে যে চ্যালেঞ্জটা থাকে, বিশেষ করে শেষ টুর্নামেন্ট, এশিয়া কাপে যে চ্যালেঞ্জটা ছিল, সেটিই থাকবে।’

বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের রেকর্ডও দারুণ। এই দলকে হারাতে হলে শতভাগ দেওয়ার বিকল্প দেখছেন না মাশরাফি বিন মুর্তজা

No comments

Powered by Blogger.