শংকা নিয়ে এগিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018


বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ নির্বাচন কমিশন ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা ততই বাড়ছে। সংসদ নির্বাচন নিয়ে কোনো পক্ষই এখন স্বস্তিতে নেই।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, বেশির ভাগ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন পাওয়া নিয়ে দ্বন্দ্ব, কেন্দ্রীয় নেতাদের মধ্যে কোনো কোনো ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান, সরকারের নেওয়া কিছু পদক্ষেপের কারণে বিভিন্ন মহল থেকে আপত্তি ও প্রতিবাদ ওঠা এবং ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে, বিশেষ করে বিএনপিকে একাদশ সংসদ নির্বাচনে আনতে দেশে-বিদেশে চাপ থাকা আওয়ামী লীগকে চাপে ফেলেছে। তা ছাড়া নির্বাচন কমিশনের সাম্প্রতিক কর্মকাণ্ডও ক্ষমতাসীনদের বিব্রতকর অবস্থায় ফেলেছে।

ভোটের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি, উত্তেজনা, সংকট থাকাটা অস্বাভাবিক নয়। কেননা নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারসহ বেশ কিছু ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েই গেছে। এসব বিষয়ে কোনো মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে সবাইকে শেষ দিন পর্যন্ত অস্বস্তিতে থাকতে হবে। তবে রাজনীতির সাম্প্রতিক পরিবেশ ভারী হওয়া ও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সন্দেহ, উদ্বেগ বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনের আচরণ।

No comments

Powered by Blogger.