ভোট শেষে চলছে গণনা, ফল রাতে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। তবে ফলাফল পেতে রাত হবে বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা।
স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে। এই ভোটে দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকার আটটা থেকে টানা ভোট গ্রহণ চলে। শেষ হয় বিকেল চারটায়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কারচুপি, দলীয় এজেন্টকে ঢুকতে না দেওয়া, জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল, দলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তার ও সরকারদলীয় ব্যক্তিদের হুমকি-মারধরের অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট বন্ধের দাবি জানান। তবে তাঁর সেই দাবি পূরণ না হলেও শেষ পর্যন্ত ভোটে ছিলেন বিএনপির এই প্রার্থী
সিটি করপোরেশন, সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮ ,সিটি মেয়র নির্বাচন, মেয়র নির্বাচনের খবর ও ভোটের ফলাফল , ওয়ার্ড কাউন্সিলরদের নাম ও প্রতীক, ভোটারদের খবর, নির্বাচনী প্রতীক, বিএনপি ধানের শীষ, আওয়ামী লীগ নৌকা, জাতীয় পার্টি লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা , বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিটি কর্পোরেশন নির্বাচন ফলাফল লাইভ আপডেট প্রথম আলো
Post a Comment