ভারতের একটি হামলার জবাবে দশটি হামলা চালাবে পাকিস্তান


ভারতের একটি সার্জিক্যাল হামলার জবাবে পাকিস্তান দশটি সার্জিক্যাল হামলা চালাবে বলে হুঁশিয়ার করা হয়েছে। শনিবার লন্ডনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এই হুঁশিয়ারি দেন।

রোববার এনডিটিভি জানিয়েছে, মেজর আসিফ গফুর বলেন, ‘যদি ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটি সার্জিক্যাল হামলা করে, তবে দশটি হামলা করে তার জবাব দেবে পাকিস্তান।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ চুক্তি সম্পন্ন হয়, পক্ষান্তরে চীনের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি সামরিক ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ নিয়ে দুই দেশের মধ্যে যখন ভেতরে-ভেতরে উত্তেজনা দানা বাঁধছে, ঠিক তখনই নিজেদের সামরিক শক্তি জানান দিতেই পাকিস্তান এমন হুংকার দিল বলে মনে করা হচ্ছে।
বিশ্বের নানা প্রান্তের সব আন্তর্জাতিক সংবাদ পেতে চোখ রাখুন এই লিংকে

No comments

Powered by Blogger.